প্রস্তুত মিরপুর, প্রস্তুত মাশরাফি-আফ্রিদিরা

Slider খেলা

 

index

 

 

 

 

 

আর কিছুক্ষন পরই মিরপুরে শুরু হচ্ছে এশিয়া কাপের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। স্বাগতিক বাংলাদেশর জন্য অলিখিত ফাইনালের এই ম্যাচকে সামনে রেখে  ব্যাট হাতে হালকা অনুশীলন করছেন টাইগাররা।

সাকিব, সৌম্য, রিয়াদ এখনও হালকা অনুশীলন চালিয়ে যাচ্ছেন। এর আগে মুশফিক কিছুক্ষণ উইকেট রক্ষনের অনুশীলন করে মাত্রই উঠেছেন। মাঠের অন্যপাশে অনুশীলন করছেন পাকিস্তানি ক্রিকেটাররা।

এদিকে বুধবার (২ মার্চ) হাই প্রোফাইলের এই ম্যাচটিকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে চার নম্বর উইকেটটি। উইকেটে বেশি ঘাস নেই, অল্প পরিমান ঘাস-যাকে স্পের্টিং উইকেট বলা হয়। এমন উইকেটে লাইন-লেন্থ বজায় রেখে বল করতে পারলে বোলাররা যেমন  বাড়তি সুবিধা পাবেন তেমনি ভালো খেললে অনায়াসে রান পাবেন ব্যাটসম্যানরাও।

এদিকে, স্বাগতিকদের জন্য অলিখিত ফাইনালের এই ম্যাচটি দেখতে ইতোমধ্যেই গ্যালারিতে প্রবেশ করতে শুরু করছেন দর্শকরা।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ আজকের এই ম্যাচটি নিজেদের করে নিতে পারলে দ্বিতীয় বারের মত এশিয়া কাপের ফাইনালে খেলার সুযোগ থাকছে।

এর আগে, ২০১২ সালে প্রথম বারের মত এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে উঠে এই পাকিস্তানের কাছেই ২ রানের ব্যবধানে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল টিম বাংলাদেশ।  সেটি ছিল ওয়ানডে ফরম্যাটের এশিয়া ‍কাপ, এবার হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *