বোদা উপজেলার ৪টি ইউনিয়নে নির্বাচন স্থগিত

Slider জাতীয়

pancagrah_sm_312933229

 

 

 

 

 

পঞ্চগড়: পঞ্চগড় জেলার বোদা উপজেলার অধুনালুপ্ত ছিটমহল সংলগ্ন ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।

নির্বাচন স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদগুলো হল- বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ, বড়শশী, মাড়েয়া ও ময়দানদিঘী।

পঞ্চগড় জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,  বিলুপ্ত ছিটমহলের এলাকা বিভাজন এবং ছিটমহলবাসীদের ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করা না হওয়ায় এসব ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়েছে।

পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারওয়ার জাহান বাংলানিউজকে  বলেন, মঙ্গলবার (১ মার্চ) বিকেলে নির্বাচন কমিশন থেকে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ, বড়শশী, মাড়েয়া ও ময়দানদিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত রাখার চিঠি পেয়েছি। এসব ইউনিয়ন সংলগ্ন বিলুপ্ত ছিটমহল থাকায় এ আদেশ দেওয়া হয়েছে।

আগামী ৩১ মার্চ জেলার বোদা উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখন  ৪টি ইউনিয়নে নির্বাচনের স্থগিতাদেশ আসায় অপর ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বোদা উপজেলা নির্বাচন কর্মকর্তা বিজয় চন্দ্র রায় বিলুপ্ত ছিটমহল সংলগ্ন ৪টি ইউনিয়নে নির্বাচন স্থগিতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *