কুমিল্লায় ২ শিশু হত্যায় সৎভাই গ্রেপ্তার

Slider নারী ও শিশু

 

2015_09_05_17_28_46_RN01gDhITf5h6ffhJplJSdSoDvgmhj_original

 

 

 

 

কুমিল্লা : জেলা সদরে দুই শিশু হত্যা মামলার প্রধান আসামি মো. সফিউল ইসলাম ওরফে ছোটনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাত ১০টার দিকে রাজধানীর মালিবাগ এলাকা থেকে সফিউলকে গ্রেপ্তার কর হয়। রাতেই তাকে কুমিল্লায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানায়, মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে সফিউলের অবস্থান নির্ণয় করা হয়। এরপর জেলা পুলিশ ও ডিবি যৌথভাবে রাজধানীর মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন সফিউল। বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

গত রোববার এ ঘটনায় মা রেখা বেগম বাদী হয়ে শিশুদের সৎভাই সফিউলসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেন।

উল্লেখ্য, গত শনিবার দক্ষিণ রসুলপুর এলাকায় ব্যবসায়ী আবুল কালামের দুই ছেলে মেহেদী হাসান জয় (৮) ও মেজবাউল হক মনিকে (৬) শ্বাসরোধ করে খুন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *