গ্রাম বাংলা ডেস্ক: এইচএসসিতে এবার ঢাকা বোর্ডের সেরা কলেজের স্থান দখল করেছে রাজউক উত্তরা মডেল কলেজ। বার বার এই প্রতিষ্ঠান প্রথম স্থান অধিকার করে আসছে।
দ্বিতীয় স্থানে রয়েছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, তৃতীয় স্থানে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চতুর্থ স্থানে রয়েছে ন্যাশনাল আইডিয়াল কলেজ এবং পঞ্চম স্থানে ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।
রাজউকে মোট ১ হাজার ২৬২ জন অংশ নিয়ে মাত্র ১ জন ফেল করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০১ জন। দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।