কৃষি ও মৎস্যখাতে সহযোগিতা চায় মালদ্বীপ

Slider অর্থ ও বাণিজ্য

 

 

2016_02_24_22_33_05_pi8oy8MuG8Ez7oG86vKGTiQvjH6kX7_original

 

 

 

 

 

ঢাকা : বাংলাদেশের সাথে কৃষি ও মৎস্যখাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ।

বুধবার সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন মালদ্বীপের হাইকমিশনার ড. মোহামেদ আসিম।

এসময় মালদ্বীপের হাইকমিশনার কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, নারী উন্নয়ন, প্রযুক্তি, ক্ষুদ্র ঋণ প্রভৃতি খাতে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন।

তিনি বলেন, ‘শুধু দক্ষিণ এশিয়া নয় বরং মুসলিম রাষ্ট্রগুলোতেও বাংলাদেশের এ অগ্রগতিউল্লেখযোগ্য।’ এসময় তিনি বাংলাদেশে কৃষি ও মৎসখাতে পারস্পারিক সহযোগিতার  বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বি-পক্ষীয় কূটনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের সুযোগ রয়েছে।’

দুদেশের জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ বাংলাদেশ ও মালদ্বীপ শান্তি ও স্থিতিশীলতা অব্যাহত রাখার মাধ্যমে ক্রমান্বয়ে উন্নয়নের শিখরে পৌঁছবে। এর মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিরাজমান সম্পর্ক আরও শক্তিশালী হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *