স্বেচ্ছাসেবক লীগ নেতার প্রাইভেট কার থেকে বিদেশী পিস্তল উদ্ধার

Slider গ্রাম বাংলা জাতীয়

2930_alim-10

 

সন্ত্রাসী হামলার প্রস্তুতিকালে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতার প্রাইভেট কার থেকে বিদেশী পিস্তল ও অফিস থেকে ককটেল উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল পৌনে ৫টার দিকে বগুড়ার শাজাহানপুরের ওমরদীঘি বাজার থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম- সম্পাদক ও আসন্ন খরনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ভিপি সাজেদুর রহমান শাহিনের ব্যবহৃত প্রাইভেট কার ( ঢাকা মেট্রো- গ ২৩-৩৬৫৭)  থেকে এ বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও অফিস থেকে ১১ টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে থানা পুলিশ। এ সময় খরনা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রমজান আলীর পুত্র আসাদুজ্জামান (২৫) কে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ৭ টি মোটরসাইকেল, ২ টি প্রাইভেট  করে জব্দ করে থানায় আনা হয়। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ভিপি শাহিনের নেতৃত্বে ৪০/৫০ দুর্বৃত্ত টেংগামাগুর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওমরদীঘি বাজারে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি  টের পেয়ে ভিপি শাহিন সহ সকল দুর্বৃত্তরা মোটরসাইকেল ও কার গাড়ি রেখে দৌড়ে পালিয়ে যায় । এ সময় ভিপি শাহিনের কার গাড়ি তল্লাসি করে ১ টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ওমরদীঘি বাজারে তার ব্যক্তিগত অফিস থেকে ১১ টি ককটেল ও বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় ভিপি শাহিনকে প্রধান আসামীকে করে অস্ত্র ও বিস্ফেরকদ্রব্য আইনে পৃথক দু’টি মামলা দায়েরের  প্রস্তুতি চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *