‘জামায়াত-শিবির যেন পুলিশে না ঢোকে’

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

2886_pm

 

পুলিশের জনবল নিয়োগের ক্ষেত্রে সচেতন থাকতে বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত, অগ্নিসন্ত্রাস ও জঙ্গিবাদী কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত সেই জামাত-শিবিরের লোক যেন পুলিশ বাহিনীতে ঢুকতে না পারে। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে তরীরকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারীর এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমি আশা করি একটা সুশৃঙ্খল বাহিনীতে কারা আসছে এটা দেখার দায়িত্ব পুলিশ বাহিনীর। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দলের এই নেতা প্রশ্নে বলেন, বিএনপি-জামায়াতের আদর্শের লোকজন পুলিশ বাহিনীতে ঢুকছে। রাষ্ট্রীয় বাহিনী পুলিশে নিয়োগের একটি নীতিমালা থাকার কথা উল্লেখ প্রধানমন্ত্রী বলেন, ওই নীতিমালা অনুযায়ী নিয়োগ হবে। পুলিশ বাহিনী যখন লোক নিয়োগ করবে, সেখানে দায়িত্বে থাকে তাদের কর্মকর্তারা। এখানে আমরা ঠিক হস্তক্ষেপ করতে চাই না। আমরা আশা করি, তারা তা দেখবে। তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচন ঠেকানো, গত বছর বিএনপি-জামাত জোট যে তা-ব চালিয়েছিল, সে সময় কিন্তু পুলিশ সদস্য রেহাই পায়নি। পুলিশকেও তারা মেরেছে, আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। তাদের হাতে পুলিশ নির্মমভাবে হত্যার শিকার হয়েছে। ১৮-১৯ জনের মতো হত্যা করেছে। এসময় পুলিশে জনবল নিয়োগ যেন যথাযথভাবে হয়, সে দিকে নজর রাখতে সংসদ সদস্যদেরও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *