ফিজিতে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৪২

Slider সারাবিশ্ব

2016_02_24_13_01_55_xxQtzVkXD9JDVyZZx8IAoCpyUALp3O_original

 

 

 

 

ঢাকা: ফিজিতে ভয়াবহ ঘূর্ণিঝড় উইনস্টোনের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৪২য়ে দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড়টি দক্ষিণ হেমিসফেয়ারে আঘাত হেনেছিল। ওই ঘূর্ণিঝড়ের কারণে ৮ হাজার ৫শ মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে উদ্ধারকর্মীদের বেশ কয়েকটি দলকে মোতায়েন করা হয়েছে। ওই বিপর্যয়ে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা ব্যাক্ত করেছে রেড ক্রস।

গত সপ্তাহে আঘাত হানা ওই ঘূর্ণিঝড়ে বাতাসের বেগ ছিল ঘণ্টায় প্রায় ৩শ ২০ কিলোমিটার। এই ঘূর্ণিঝড়কে সবচেয়ে খারাপ বিপর্যয় বলে উল্লেখ করেছে ফিজির আবহাওয়া দপ্তর।

ফিজি সরকারের মুখপাত্র ডান গাভিদি বুধবার এক টুইট বার্তায় বলেছেন, বিপর্যয়ে ৪২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া উদ্ধারকারী দলগুলোকে বিপর্যস্ত এলাকাগুলোতে পাঠানো হয়েছে। তারা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

ঝড়ের পর জলাবদ্ধতার কারণে ডেঙ্গু এবং জিকা ভাইরাসের প্রকোপ আরো বাড়তে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা। এছাড়া ঝড়ের বিপর্যয়ে নিহতদের যত দ্রুত সম্ভব সমাহিত করার জন্য পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *