চট্টগ্রাম: নগরীর কোতয়ালী থানার সার্সন রোড এলাকা থেকে শীর্ষস্থানীয় দুই মাদক ব্যবসায়ীসহ চারজনকে আটক করেছে র্যাব। সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দীন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক লাখ ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে শীর্ষস্থানীয় দুইজন মাদক ব্যবসায়ী রয়েছে