সোমবার থেকে এশিয়া কাপের টিকিট

Slider খেলা

 

images

 

 

 

 

ঢাকা: মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের ত্রয়োদশ আসর। মাঠে গিয়ে এশিয়া কাপের জমজমাট ক্রিকেট দেখতে নিশ্চই ভক্তরা এক রকম মুখিয়েই আছেন। আর কাঙ্খিত ম্যাচের টিকিটটি হাতে পেতে হয়তো ভাবছেন কোথায় যাবেন?

ভক্তদের জন্য খবর হলো, এশিয়া কাপের টিকিট পাওয়া যাচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)’র ঢাকাস্থ ৬টি শাখায়। শাখাগুলো হল, মিরপুর, সোনারগাঁও জনপদ, বিজয়নগর, প্রগতি সরণী, বসুন্ধরা ও নয়াবাজার শাখা।

এছাড়া ব্যাংকের নির্ধারিত শাখায় গিয়ে কেউ টিকিট কিনতে না চাইলে ইউক্যাশের মাধ্যমে তা সংগ্রহ করতে পারেন।

টিকিট বাজারে ছাড়া হয়েছে আজ (সোমবার, ২২ ফেব্রুয়ারি) থেকে।

যেহেতু ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ মূল পর্বের প্রতিটি ম্যাচই মিরপুরে অনুষ্ঠিত হবে তাই ঢাকার বাইরে ব্যাংকটির কোন শাখায়ই টিকিট ছাড়া হয়নি। ২২ ফেব্রুয়ারির পর টিকিট পাওয়া যাবে প্রতিটি ম্যাচের আগের দিন।

টিকিটের মূল্য: গ্র্যান্ড স্ট্যান্ড ৩০০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১০০০ টাকা, শহীদ জুয়েল/মুস্তাক স্ট্যান্ড ৫০০ টাকা, উত্তর/দক্ষিণ গ্যালারি ২৫০ টাকা আর পুর্ব গ্যালারি ১৫০ টাকা।

২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *