ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

Slider গ্রাম বাংলা ফুলজান বিবির বাংলা

3 (1)

 

গাজীপুর, ২১ ফেব্রুয়ারি ২০১৬: মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ (রবিবার) ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির উদ্যোগে দেওয়াল পত্রিকা প্রকাশ, প্রভাতফেরী, শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ, সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন সকালে সোসাইটি পরিচালিত কচি-কাঁচা একাডেমী, ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজ ও নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা খালি পায়ে প্রভাতফেরীতে অংশগ্রহণ করে। প্রভাতফেরী শেষে কচি-কাঁচা শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর শুরু হয় সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় কচি-কাঁচা একাডেমী, ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজ ও নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়ের মোট ১৬১ জন শিক্ষার্থী শ্রেণিভিত্তিক তিনটি গ্রুপে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করে আনিকা তাবাস্সুম , দ্বিতীয় স্থান অর্জন করে এ কে এম আরিফুল আলম নাবিল এবং তৃতীয় স্থান অর্জন করে তাবাস্সুম কবির তাস্মি। ‘খ’ গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে সৈয়দা জাহান হালিমা, ফারহানা ফারিহা পুষ্প ও শারমিন আক্তার শিউলী। ‘গ’ গ্রুপে আনিকা তাহসিন প্রথম, ফারহান আক্তার রাবেয়া দ্বিতীয় এবং জান্নাত রহমান পূন্যতা তৃতীয় স্থান অর্জন করে। সোসাইটির সভাপতি প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজের প্রভাষক মমিনুল ইসলাম, কচি- কাঁচা একাডেমীর সহকারী শিক্ষক কামরুন্নাহার এবং শিশুদের পক্ষ থেকে আরেফিন সাইফ কণা ও মাহামুদুর রেজা মিশু। আলোচনা সভাশেষে হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ী, ক্যাডেট কলেজ ভর্তি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ, শ্রেষ্ঠ উপস্থিতি ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সোসাইটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী। এছাড়া সহকারী শিক্ষক অমিতাভ হালদার ও জুনিয়র শিক্ষক মিঠুন সিদ্দিকীর সম্পাদনায় ‘মুখের বুলি বাংলা চাই’ নামে একটি দেওয়াল পত্রিকা প্রকাশ করা হয়।

বার্তা প্রেরক

(তহমিনা বেগম)
আহ্বায়ক
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৬ উদযাপন কমিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *