ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপ ৬৮৪টি ইউনিয়নে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২রা মার্চ

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ফুলজান বিবির বাংলা বাংলার মুখোমুখি

 

images-142
দ্বিতীয় ধাপে ৪৯টি জেলার ৬৮৪টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ হবে আগামী ৩১শে মার্চ। আর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২রা মার্চ। গতকাল নির্বাচন কমিশনের বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান জানান, দ্বিতীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২রা মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই আগামী ৫ ও ৬ই মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ই মার্চ। ভোট গ্রহণ ৩১শে মার্চ। এ সকল দিন ঠিক রেখে স্থানীয় পর্যায়ে তফসিল ঘোষণার জন্য জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সারা দেশে ৪,৫৪৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে চলতি বছরে মেয়াদ উত্তীর্ণ হবে ৪,২৭৫টির। মেয়াদ উত্তীর্ণ হওয়া এসব ইউনিয়ন পরিষদের নির্বাচন ৬টি ধাপে করার পরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন।
এর মধ্যে প্রথম ধাপে ৭৫২টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২২শে মার্চ।  প্রসঙ্গত, সদ্য অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের আদলে এই প্রথমবার ইউনিয়ন পরিষদ নির্বাচনও দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে। তবে মেম্বার পদে নির্বাচন হবে নির্দলীয়। চেয়ারম্যান পদে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *