শহীদ মিনারে তিনস্তরের নিরাপত্তা থাকবে

Slider জাতীয়
1455874577
র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জাতীয় শহীদ মিনার এলাকাকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় ১৮ ফেব্রুয়ারি থেকেই সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে। অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার এ তথ্য জানান র‌্যাবের মহাপরিচালক ।

শহীদ মিনার প্রাঙ্গণের নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক পযর্বেক্ষণ করা হবে বলেও জানান তিনি।

গোয়েন্দা সংস্থাগুলো নিজেদের তথ্য অনুযায়ী জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে হেলিকপ্টার প্রস্তুত রাখবে। এছাড়া ওই এলাকার সার্বিক কার্যক্রম সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করবে র‌্যাব।

বেনজীর আহমেদ বলেন, ডগ স্কোয়াড দিয়ে শহীদ মিনার এলাকায় প্রয়োজনীয় সুইপিং কার্যক্রম পরিচালনা করা হবে এবং ২০ ফেব্রুয়ারি থেকে পোশাকধারী র‌্যাব সদস্যরা শহীদ মিনার এলাকায় অবস্থান করবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি করবে র‌্যাব।

তিনি আরো বলেন, শহীদ মিনার এলাকায় র‌্যাব ২, ৩ ও ৪ এর ব্যাটেলিয়ন নিযুক্ত থাকবে। সার্বক্ষণিক টহলগাড়ি ও হেঁটে পাহারা দেবে র‌্যাব সদস্যরা। এছাড়া শহীদ মিনারের চারপাশে র‌্যাবের চেকপোস্ট থাকবে। র‌্যাবের বোম্ব স্কোয়াড ও স্ট্রাইকিং ফোর্সও সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *