খালেদার বিরুদ্ধে ১৪ দলের মানববন্ধন বিকেলে

Slider রাজনীতি

 

2015_12_15_21_52_29_wsAuOI2bCQraB5NirXHGLc5BCDRMhJ_original

 

 

 

 

ঢাকা : মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কটুক্তির প্রতিবাদে আজ সোমবার বিকেলে ঢাকা মহানগরীতে মানববন্ধন করবে ১৪ দল। মানববন্ধনকে সফল করার লক্ষ্যে ১৪ দলের নেতাকর্মীদের নিয়ে কয়েক দফা বৈঠক হয়েছে।

রোববার সন্ধায় কেন্দ্রীয় ১৪ দলের দপ্তর সমন্বয়ক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে  জানানো হয়, ঢাকা মহানগরীতে এই মানববন্ধন কর্মসূচি গাবতলী, শ্যামলী, আসাদ গেইট, ২৭ নং রোড, রাসেল স্কয়ার, গ্রিন রোড, বসুন্ধরা, সোনারগাঁও হোটেল, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, পল্টন মোড়, নূর হোসেন স্কয়ার, বঙ্গবন্ধু স্কয়ার, গুলিস্থান পার্ক, ইত্তেফাক মোড়, রাজধানী মার্কেট, সায়েদাবাদ, যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এই মানববন্ধনে কেন্দ্রীয় ও মহানগর ১৪ দলের নেতৃবৃন্দ গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত বিভিন্ন স্থানে অবস্থান নেবেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জনাব নূহ-উল-আলম লেনিন, উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক পিএসসি, সাংগঠনিক সম্পাদক মো. মিজবাউদ্দিন সিরাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক  হাছান মাহমুদ, জাসদের শিরিন আকতার, ওয়ার্কার্স পার্টির শাহানা ফেরদৌসী লাকী গাবতলী থেকে টেকনিক্যাল হয়ে শ্যামলী এলাকায় থাকবেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. আব্দুছ ছাত্তার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম শ্যামলী, কলেজ গেইট, আসাদ গেইট হয়ে ২৭ নং সড়ক এলাকায়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শ্রী সতীশ চন্দ্র রায়, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি, ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি, ন্যাপের পরিতোষ দেবনাথ এবং অপু উকিল ২৭ নং সড়ক থেকে রাসেল স্কয়ার এলাকায় থাকবেন।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ রাসেল স্কয়ার, গ্রিন রোড স্কয়ার হয়ে বসুন্ধরা মার্কেট এলাকায় থাকবেন।

আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আ. হ. ম মোস্তফা কামাল (লোটাস কামাল), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্থপতি ইয়াফেস ওসমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ডা. আলাউদ্দিন আহমেদ বসুন্ধরা মার্কেট  থেকে সোনারগাঁও হোটেল এলাকায় মানববন্ধনের নেতৃত্ব দেবেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, কার্যনির্বাহী সংসদের সদস্য মো. একেএম রহমত উল্লাহ, এম এ মান্নান এমপি, ন্যাপের অ্যাড. রুহুল আমিন, গণতন্ত্রী পার্টির ডা. সিকদার, কমিউনিস্ট কেন্দ্রের এস. এম পল্টন সোনারগাঁও হোটেল মোড়, বাংলামটর, রূপসী বাংলা হোটেল হয়ে শাহবাগ মোড় পর্যন্ত নেতৃত্ব দেবেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন পর্যন্ত  এলাকায় থাকবেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, আবুল মাল আবদুল মুহিত, উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী মৎস্য ভবন থেকে প্রেসক্লাব হয়ে পল্টন মোড় পর্যন্ত এলাকায় মানববন্ধনের নেতৃত্ব দেবেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর, মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মণি, সাংগঠনিক সম্পাদক বি. এম মোজাম্মল হক পল্টন মোড় থেকে নূর হোসেন স্কয়ার হয়ে গুলিস্তান মোড় পর্যন্ত এলাকায় থাকবেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য  মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, ও কেন্দ্রীয় চৌদ্দ দলের নেতারা সহ দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বঙ্গবন্ধু স্কয়ার এলাকায় নেতৃত্ব দিবেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা ইত্তেফাক মোড় থেকে রাজধানী মার্কেট পর্যন্ত এলাকায় থাকবেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ. টি ইমাম, ড. মশিউর রহমান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম নাহিদ রাজধানী মার্কেট থেকে সায়েদাবাদ পর্যন্ত এলাকায় থাকবেন।

আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. মো. আব্দুর রাজ্জাক, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান সায়েদাবাদ থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এলাকায় মানববন্ধনে নেতৃত্ব দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *