‘৭০ ভাগ রোহিঙ্গা জমি কিনে ঘর করে থাকছে’

Slider জাতীয়

 

index

 

 

 

 

চট্টগ্রাম: বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের ৭০ ভাগই জমিজমা কিনে ঘরবাড়ি করে থাকছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ কথা বলেন তিনি।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মেজবাহ উদ্দিন বলেন, ‘এক পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বর্তমানে ৭০ভাগই জমিজমা কিনে ঘরবাড়ি করে থাকছে।অনেকেই বাংলাদেশি নাগরিকের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে স্থায়ীভাবে এখানে থাকছে।’

চলমান রোহিঙ্গা শুমারির বিষয়ে জেলা প্রশাসক বলেন, ‘রোহিঙ্গা শরণার্থীদের এদেশ থেকে বের করে দেওয়া হবে না।তারা থাকবে।শুধু কতজন আছেন তা জানার জন্যই এ শুমারি। তাদের ভয়ের কিছু নেই।’

‘একটা নির্দিষ্ট তালিকা থাকলে সুবিধা।এর ফলে দেশে রোহিঙ্গা শরণার্থী কতজন আছে তা জানা যাবে। জাতিসংঘ বা অন্য কোনো সংস্থা চাইলে সুনির্দিষ্টভাবে সংখ্যাটা বলে দেওয়া যাবে।’ যোগ করেন জেলা প্রশাসক।

মেজবাহ উদ্দিন রোহিঙ্গা শুমারির বিষয়ে জনপ্রতিনিধের সহযোগিতা চেয়ে বলেন, রোহিঙ্গা শরণার্থীদের সুনির্দিষ্ট সংখ্যা বের করতে আপনাদের এগিয়ে আসতে হবে।তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।’

সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পর্কে জেলা প্রশাসক বলেন, ‘নির্দিষ্ট সময়ে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।তবে মেয়াদ অনুসারেই নির্বাচন হবে।’

সভায় অন্যদের মধ্যে জেলা পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, নবনির্বাচিত চার পৌরসভা মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম চেম্বারের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *