কালিয়াকৈরে যক্ষ্মা নিয়ন্ত্রণে শিক্ষকদের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা

গ্রাম বাংলা জাতীয় সারাদেশ

g1

স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাাংল নিউজ ২৪.কম
গাজীপুর অফিস: বাংলাদেশের জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাব আয়োজিত যক্ষ্মা নিয়ন্ত্রণে শিক্ষকদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা গাজীপুরের কালিয়াকৈরে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বেলাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: কমর উদ্দিন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাসুদ হাসান, ডা: সাইফুল ইসলাম ও  ডা: সৈয়দ আবিদুল আরেফীন এবং নাটাবের সমন্বয়কারী আব্দুল আলিম, মো: শাহিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

গাজীপুর শাখা নাটাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্বা মো: হাতেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তাগণ বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরাই পারেন ভবিষ্যৎ প্রজন্ম এবং জনসাধারণকে সচেতন করতে। উপস্থিত শিক্ষকরা যক্ষ্মা নিয়ন্ত্রণে স্ব-স্ব অবস্থান থেকে ভূমিকা পালনে অঙ্গিকারবদ্ধ। সভায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্কুলের ৩০ জন শিক্ষক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *