গডফাদাররা সেভেন মার্ডারের সাথে জড়িত : আইভী

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা বাংলার আদালত সারাদেশ

10348527_664280960316158_8492447502919836018_n
গ্রাম বাংলা ডেস্ক: নারায়ণগঞ্জের ‘গডফাদাররা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে’ চাঞ্চল্যকর সেভেন মার্ডারের সাথে জড়িত বলে মন্তব্য করেছেন সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

সেভেন মার্ডারের ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ শেষে আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ মন্তব্য করেন আইভী।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় একই স্থানে নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমানকেও জিজ্ঞাসাবাদ করবে তদন্ত কমিটি।

আইভী বলেন, ‘নারায়ণগঞ্জের গডফাদাররাই প্রত্য ও পরোভাবে ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত।’ এই ‘গডফাদার’ কারা জানতে চাইলে আইভী বলেন, নারায়ণগঞ্জে কারা ‘গডফাদার’ তা দেশের সবাই জানে। এ বিষয়ে নির্দিষ্ট করে বলার কিছু নেই।

এ মামলার প্রধান আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে ভারত থেকে ফিরিয়ে এনে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করারও দাবি জানিয়েছেন তিনি।

হত্যাকাণ্ডের পর স্থানীয় আওয়ামী লীগ নেতা নূর হোসেন দেশ থেকে পালিয়ে যাওয়ার আগে তার সাথে এমপি শামীম ওসমানের টেলিফোনে কথপোকথনের বিষয়ে এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘নূর হোসেনকে দেশে এনে জিজ্ঞাসাবাদ করা দরকার, কেন এ ঘটনা ঘটল, কারা এর পেছনে জড়িত।’

তদন্ত কমিটি কেন ডেকেছিল জানতে চাইলে তিনি বলেন, যেহেতু নিহতদের একজন এবং মুল আসামি দুজনেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর, সে কারণে মেয়র হিসেবে তার সাথে কথা বলেছে কমিটি।

হত্যাকাণ্ডে আইভীর ঘনিষ্ঠজনরাও জড়িত- এমপি শামীমের এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইভী বলেন, ‘আমার ঘনিষ্ঠ বা আমিও যদি জড়িত থাকি, তাহলে তা বের করেন।

নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা জানতে চাইলে আইভী বলেন, ‘যখন একটি শহরের সব মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে তখন আমার কথা আলাদা করে বলার কিছু নেই। কিন্তু আমি বিশ্বাস করি, মানুষ মরে একবার। আমি মৃত্যুকে ভয় পাই না।’

তিনি বলেন, তদন্তে অনেক বিষয়ই বেরিয়ে এসেছে, ভবিষ্যতে এই হতাকণ্ডের পেছনে কারা- তাও বেরিয়ে আসবে।

সচিবালয়ে তদন্ত কমিটির আহ্বায়ক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার কক্ষে নারায়ণগঞ্জের মেয়রকে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।
জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কমিটির আহ্বায়কও সাংবাদিকদের সামনে কথা বলেন।

মেয়র আইভীকে জিজ্ঞাসাবাদের কারণ জানতে চাইলে শাহজাহান আলী বলেন, ‘নিহত একজন এবং যার বিরুদ্ধে অভিযোগ- দুজনেই সিটি কর্পোরেশনের কাউন্সিলর। তিনি তাদের চেনেন কিনা, তাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল- এসব বিষয়ে জানতে চেয়েছি।’

আইভী বিশেষ কিছু বলেছেন কিনা- এই প্রশ্নে তদন্ত কমিটির প্রধান বলেন, ‘এটা তদন্তের বিষয়। যেটুকু বলা যায় সেটুকু আমরা আপনাদের বলেছি।’

মামলার প্রধান আসামি নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কমিটির কর্মকর্তারা ভারতে যাবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অপেক্ষা করুন, দেখবেন।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম গত ২৭ এপ্রিল অপহৃত হন। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *