দাওয়াতপত্রে নাম না থাকায় হামলা

জাতীয়

 

mail.google.com

 

 

 

 
রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টপিরবাড়ী (ছাতির বাজার) উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দাওয়াতপত্রে নাম না থাকায় প্রধান শিক্ষকের অফিস কক্ষে হামলা করেছে। এসময় সরকাদলীয় অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভাঙচুর ও মূল্যবান কাগজপত্র তছনছ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ফেব্রুয়ারি সোমবার আনুমানিক ১.৩০মিনিট বিরতির সময় উপজেলার টেপিরবাড়ী (ছাতির বাজার) উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এসময় স্কুলের শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সফিকুল ইসলাম মোড়ল জানান, আগামী ১১ ফেব্রুয়ারি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ওই অনুষ্ঠানের দাওয়াতপত্রে স্থানীয় যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের নাম না থাকায় সোমবার তারা স্কুলে গিয়ে হামলা করে।

তেলিহাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রিপন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার ইসলাম সুমন ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জহিরুল ইসলাম জর্জের নেতৃত্বে তাদের ১০/১২জন সহযোগী বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষকের অফিস কক্ষে হামলা করে। হামলাকারীরা অফিস কক্ষের আসবাবপত্র ভাঙচুর ও মূল্যবান কাগজপত্র তছনছ করে। এসময় হামলাকারীরা বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা না করতে প্রধান শিক্ষক জসিম উদ্দিনকে হুমকি দেয়।

অভিযুক্ত ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রিপন বলেন, ‘হামলার অভিযোগ সঠিক নয়। এটি ষড়যন্ত্রমূলক, মিথ্যা এবং বানোয়াট। দলীয় নেতাকর্মীদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একটি মহল আমাদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *