সমাজকল্যাণ মন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়েছে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাবিশ্ব

prosaf-ksa

আমীন মোহাম্মদ

সৌদি আরব করেসপন্ডেন্ট

রিয়াদঃ সাংবাদিকদের নিয়ে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী আক্রমনাত্নক এবং অশ্লীল ভাষা ব্যবহার করে যে বক্তব্য দিয়েছেন তার কঠোর নিন্দা এবং ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ)। প্রসাফ এর সকল সদস্য এবং কার্যকরী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল বশির (এটিএন বাংলা),সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসাইন (আরব নিউজ), সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন (আরটিভি) এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমীন( বাংলানিউজ) এর যৌথ স্বাক্ষরিত বিবৃতিতে এই নিন্দা জানান প্রবাসী সাংবাদিক নেতৃবৃন্দ। বিবৃতিতে তারা বলেন, সৈয়দ মোহসীন আলী সাংবাদিকদের জড়িয়ে যে অশালীন, কুরুপূর্ণ ও ঔদ্ধত্যমূলক বক্তব্য দিয়েছেন আমরা “প্রবাসী সাংবাদিক ফোরাম” সৌদি আরব এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা গত কিছুদিন থেকে লক্ষ্য করছি বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সৈয়দ মোহসীন আলীর বক্তব্য, বাচন ভঙ্গি, ও শব্দ প্রয়োগ থেকে প্রমাণিত হয় তিনি অত্যন্ত নিচু এবং জঘন্য মন মানসিকতার পরিচয় বহন করে। বিবৃতিতে প্রবাসী সাংবাদিক নেতারা আরও বলেন, শুধু তাই নয় শনিবার সিলেটে বক্তব্য দেয়ার সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে বলেন, “লন্ডন থেকে ফিরে প্রধানমন্ত্রী আমাকে বলেছেন ইনু ১৪দলের নেতা আর মোহসীন ভাই আওয়ামীলীগের তৃনমুল নেতা, মোহসীন ভাই ভালোই বলেছেন” এতে করে যেমনি প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করছেন তেমনি প্রধানমন্ত্রীর কাঁধে সকল অশালীন বক্তব্যের দায়ভার তুলে দিচ্ছেন। যা সাংবাদিকদের এবং পুরো জাতির জন্য অত্যন্ত বিব্রতকর। তাই আমরা বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তারা আরও বলেন, সর্বপরী আমরা সৈয়দ মোহসীন আলীকে তার দেয়া বক্তব্য প্রত্যাহারের মাধ্যমে গণমাধ্যম ও গণমাধ্যম সংশ্লিষ্ট সকলের কাছে বিনা শর্তে ক্ষমা প্রার্থনা করার জোর দাবী জানাচ্ছি। অন্যথায় দাবী আদায়ে প্রবাসী সাংবাদিকরা কঠোর কর্মসুচী দিতে বাধ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *