সিরাজগঞ্জে মাইক্রোবাসসহ ৭ ডাকাত আটক

Slider জাতীয়

 

Sirajganj_537880298.jpg_197546853

 

 

 

 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে একটি মাইক্রোবাস ও লুটের টাকাসহ সাত ডাকাতকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) গভীর রাতে সেতুর পশ্চিম গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ডাকাতরা হলেন, ঢাকা জেলার দোহার থানার জয়পাড়া দক্ষিণপাড়া এলাকার স্বাধীন (৩২), গোপালগঞ্জের কাশিয়ানী থানার কামারুল পোড়াবাড়ী গ্রামের উজ্জল মোল্লা (৩৩), একই জেলার মুকসুদপুর থানার কাউনিয়া উত্তরপাড়া গ্রামের সাইফুল ইসলাম তুহিন (৩৮), ফরিদপুরের নাগরকান্দা থানার ছাগলদি ঈদগাহ মাঠ এলাকার এনায়েত শেখ ওরফে এনা (৩৭), মধুখালী থানার বাগাট পশ্চিমপাড়া গ্রামের জুয়েল রানা (২৫), বোয়ালমারী থানার কাজিরদি বেপারীপাড়া এলাকার রফিকুল ইসলাম ওরফে কটি (২২) ও আলফাডাঙ্গা থানার কামারগ্রাম গ্রামের বাবুল আক্তার আপেল (৩৬)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রকিবুল ইসলাম  জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কে সাধারণ যাত্রীদের মাইক্রোবাসে উঠিয়ে ডাকাতি করে সর্বস্ব লুট করে আসছিলো- এমন গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়।

আটকের পর মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে লুট করা ১২/১৩টি মোবাইল ফোন ও ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটক ডাকাতদের থানায় জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *