অপরাধী পুলিশ সদস্যদের দৃশ্যমান শাস্তির সুপারিশ

Slider জাতীয় টপ নিউজ বাংলার আদালত বাংলার মুখোমুখি

113969_lead

 

পুলিশ সদস্যদের মাধ্যমেই আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি পাওয়া পুলিশ বাহিনীর ইমেজ নষ্ট করার ষড়যন্ত্র চলছে বলে মনে করছে সংসদীয় কমিটি। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশ সফলতা অর্জন করলেও দুই চার জন পুলিশ সদস্যের অপরাধমূলক কর্মকা- জনগণের কাছে পুরো বাহিনীকেই বিতর্কিত করে তুলছে। কমিটি পুলিশের ইমেজ রক্ষায় অপরাধের সঙ্গে জড়িত সদস্যদের কঠোর শাস্তি নিশ্চিত ও সেই শাস্তি দৃশ্যমান করার সুপারিশ করেছে। বুধবার সংসদ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির পক্ষ থেকে তল্লাসীর নামে কোন নাগরিক যেন অহেতুক হয়রানির শিকার না হন সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য বলা হয়েছে। আর প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে তল্লাসী কার্যক্রম নিয়মিত মনিটরিং করার তাগিদ দেয়া হয়েছে। বৈঠক শেষে কমিটির সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, পুলিশ বাহিনী অনেক ভাল কাজ করছে, তবে দুই চার জন সদস্য অপরাধে জড়িয়ে পড়ছে। তাদের শাস্তি নিশ্চিত ও দৃশ্যমান করার সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, পুলিশ বাহিনীর ইমেজ নষ্ট করার একটা প্রচেষ্টা চলছে, এজন্য পুলিশ বাহিনীকে আরো বেশি সর্তক হওয়ার তাগিদ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *