গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় বাংলালিংকের এক বিক্রয় প্রতিনিধিকে গুলি করে ৮৬ হাজার ৫শ’ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
গুলিবিদ্ধ মোক্তাদির এলাহী (৩০) গাজীপুর সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকার এমদাদ অ্যান্ড ব্রাদার্সের বিক্রয় প্রতিনিধি।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, বুধবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শ্রীপুরের এমসি বাজার এলাকা থেকে টাকা নিয়ে মোটরসাইকেল যোগে ফিরছিলো মোক্তাদির এলাহী। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাসিন সোয়েটার কারখানার সামনে পৌঁছালে অপর একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত মোক্তাদির এলাহীকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে মোক্তাদির মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় তার সাথে থাকা স্ক্রাচ কার্ড ও নগদ ৮৬ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাওনা আল হেরা হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। দুর্বৃত্তদের ধরার চেষ্টা চলছে।