ঢাকা: দক্ষিণ এশিয়ার বৃহত্তম বার খ্যাত ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল ঘোষণা করা হয়েছে।
সোমবার (পহেলা ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে বৈঠকে এ প্যানেল ঘোষণা করা হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সভাপতি পদে অ্যাডভোকেট খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক পদে আজিজুল ইসলাম খান বাচ্চু নির্বাচন করবেন।