পোশাক কারখানায় ধর্মঘটের প্রভাব নেই

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ সারাবিশ্ব

1604403_936668886358992_899997373606830886_n
গ্রাম বাংলা ডেস্ক: তোবা গ্রুপের পোশাক কারখানার শ্রকিমদের বকেয়া বেতন-ভাতার দাবিসহ বিভিন্ন দাবিতে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি আজ শনিবার দেশের সব পোশাক কারখানায় ধর্মঘট ডেকেছে। তবে দেশের কোথায় এর প্রভাব লক্ষ করা যায়নি। সকাল থেকে গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জের বেশ কয়েকটি এলাকার পোশাক কারখানায় ধর্মঘট পালনের কোনো খবর পাওয়া যায়নি। এসব এলাকার পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক কাজ চলছে বলে এলাকায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে শুক্রবার তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছিলো। এছাড়া গত বৃহস্পতিবার বিকেলে সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশরেফা মিশু দেশের সব পোশাক কারখানায় আজ শনিবার ধর্মঘট পালন করার কথা ঘোষণা করেন। তোবার শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ, দেলোয়ার হোসেনের জামিন বাতিল, শ্রমিকদের ওপর ছাঁটাই-নির্যাতন বন্ধসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়। তবে ওই দিনই নৌপরিবহনমন্ত্রী ও গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক শাজাহান খান বলেন, ‘ধর্মঘটের সঙ্গে সমন্বয় পরিষদ নেই।’ এই সমন্বয় পরিষদের অধীনে আছে ৫২ শ্রমিক সংগঠন।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রহুল আমিন স্বারিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, তোবা গ্রুপসহ দেশের সব গার্মেন্টের শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ, তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দোলোয়ার হোসেনের জামিন বাতিল করে দৃষ্টান্তমূলক শাস্তি, শ্রমিকদের ছাঁটাই-নির্যাতন, হামলা-মামলা, দমননীতি বন্ধের দাবি এবং আন্দোলনরত নেতাদের গ্রেপ্তার ও শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *