রমিকের মরদেহ উদ্ধার, সেভেন হর্স সিমেন্ট কারখানায় ভাঙচুর

Slider জাতীয়

 

narayanganj_banglanews24_931445140

 

 

 

 

নারায়ণগঞ্জ: ক্রেন বেল্ট অপারেটর বিল্লাল হোসেনকে (৩৮) হত্যার পরে গুম করার উদ্দেশ্যে মরদেহ শীতলক্ষা নদীতে ফেলে দেওয়া হয়েছে-এমন খবর ছড়িয়ে পড়ায় সাত ঘোড়া (সেভেন হর্স) সিমেন্ট কারখানায় ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

রোববার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় আইলপাড়া শীতলক্ষা নদীর তীর থেকে পুলিশ বিল্লাল হোসেনের মরদেহ উদ্ধার করে। এরপরই বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে উত্তেজিত শ্রমিকেরা যোগ দিয়ে সিদ্ধিরগঞ্জের আইলপাড়ায় সাত ঘোড়া (সেভেন হর্স) কারখানার ৬-৭টি গাড়ি ও অফিস কক্ষ ভাঙচুর করে।

বিল্লাল হোসেন আইলপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তার পরিবারের সদস্যরা জানায়, শনিবার (৩০ জানুয়ারি) রাত থেকে বিল্লাল নিখোঁজ ছিলেন।

এ প্রসঙ্গে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফতউল্লাহ জানান, নিহত শ্রমিকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিল্লালকে হত্যা করা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত শ্রমিকেরা কারখানার ৬-৭টি গাড়ি ও অফিস কক্ষ ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়, জানান সরাফতউল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *