টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Slider খেলা

 

2016_01_27_09_33_36_PNTk9okwRpGeJ9IS0qGfhOBH4q6FeM_800xauto

 

 

 

 

ঢাকা: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ড্যান গালিমের বল দিয়ে বিশ্বকাপের এবারের আসর। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আছেন সাইফ হাসান ও পিনাক ঘোষ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: জয়রাজ শেখ, নাজমুল হাসান শান্ত, মেহেদি হাসান মিরাজ, জাকির হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সায়েদ সরকার, সঞ্জিত শাহ, আবদুল হালিম ও সালেহ আহমেদ শাওন।

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯: লিয়াম স্মিথ, কাইল ভেরিন, ওয়ান মুলডার, টনি ডে জরজি, রিভালদো মুনসামি, ড্যান গালিম, ফারহান সায়ানভালা, উইলেম লুডিক, লুক ফিলিন্ডার, শন হোয়াইটেসটস, লোথো শিপামলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *