গাজীপুর অফিস: গাজীপুরের পূবাইলে একটি টায়ার মেরামত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, দগ্ধ হয়েছেন আরও ১২ জন।
প্রথম দিকে স্বজনদের পক্ষ থেকে এক নারীসহ আটজন নিহত হওয়ার দাবি করা হলেও ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (২৩ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে পূবাইলের কলেজ গেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জয়দেবপুর স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান লিটন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, অগ্নিকাণ্ডে সাত জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রথমে আটজন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও ৭ জনের বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি।
এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে যিনি স্থানীয় বড়ই বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাম জেবুন্নেছা (৩৫) বাড়ি কিশোরগঞ্জ ।
দগ্ধদের হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান উপ-সহকারী পরিচালক আখতারুজ্জামান।
ফায়ার সার্ভিস জানায়, বিকেল পৌনে ৪টার দিকে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জয়দেবপুর স্টেশনের অফিসার হাসিবুর রহমান বলেন, কারখানায় পুরাতন টায়ার মেরামত করা হতো। এখনও আগুন লাগার কারণ জানা যায়নি।