গ্রিক উপকূলে নৌকা ডুবে ২১ শরণার্থীর মৃত্যু

Slider সারাবিশ্ব

 

 

migrantbg_517697663

 

 

 

 

এজিয়ান সাগরের গ্রিক উপকূলে পৃথক দুই নৌকাডুবির ঘটনায় অন্তত ২১ শরণার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) গ্রিক দ্বীপ ফার্মাকোনিসি ও কালোলিমনসের উপকূলে নৌকা দু’টি ডুবে যায় বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, ফার্মাকোনিসির উপকূলে ডুবে যাওয়া নৌকাটিতে ৪৮ জন আরোহী ছিলেন। এদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।

এদিকে, কালোলিমনসের উপকূলে অজানা সংখ্যক আরোহী নিয়ে ডুবে গেছে অপর একটি শরণার্থীবাহী নৌকা। এ ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। ২৬ জনকে উদ্ধার করা গেলেও এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে গ্রিক কোস্টগার্ড।

অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *