সিগারেটের ফিল্টার দিয়ে মোবাইলে চার্জ

গ্রাম বাংলা জাতীয় সারাদেশ

03b017c84757a51b450e0c2ab39a67a9-cigarette-butts

 

গ্রাম বাংলা ডেস্ক: ব্যবহূত সিগারেটের ফিল্টারকে কাজে লাগানোর পরিকল্পনা করছেন দক্ষিণ কোরিয়ার গবেষকেরাসিগারেট টেনে ফিল্টার এখানে-সেখানে ফেলে দেন অনেকেই। ফেলে দেওয়া এই সিগারেটের ফিল্টারকে কাজে লাগানোর পরিকল্পনা করেছেন দক্ষিণ কোরিয়ার গবেষকেরা। তাঁদের দাবি, পুরোনো সিগারেটের ফিল্টারকে মোবাইলে চার্জ দেওয়ার উপযোগী উপাদানে রূপান্তর করা যাবে। এ ছাড়াও সিগারেটের ফিল্টার থেকে বিদ্যুত্শক্তি ধরে রাখার উপযোগী উপাদান তৈরি করা সম্ভব। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এক খবরে এ তথ্য জানিয়েছে।
গবেষকেরা বলছেন, ব্যবহূত সিগারেটের ফিল্টার ফেলনা নয়। এটি সুপারক্যাপাসিটরের ইলেকট্রোডে কোটিং হিসেবে ব্যবহার করা যায়। এতে এমন উপাদান রয়েছে, যা প্রচুর বিদ্যুত্শক্তি সংরক্ষণ করে রাখা যায়। এই উপাদান কম্পিউটার, বৈদ্যুতিক গাড়ি ও বায়ু মিলেও ব্যবহার করা যাবে। বর্তমানে প্রচলিত কার্বন, গ্রাফিনি কিংবা কার্বন ন্যানোটিউবের তুলনায় সিগারেটের ফিল্টারের পারফরম্যান্স ভালো এবং একই রকম কাজে লাগানো যায়।
গবেষকেরা জানান, প্রতিবছর ৫.৬ ট্রিলিয়ন বা সাত লাখ ৬৬ হাজার ৫৭২ টন সিগারেট খাওয়ার পর তার ফিল্টার রাস্তায় ছুড়ে ফেলা হয়। গবেষণাপত্রের সহ-লেখক ও সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক জংহপ ইয়ি বলেন, গবেষণায় দেখা গেছে, ব্যবহূত সিগারেটের ফিল্টারকে সাধারণ একটি প্রক্রিয়াতেই উচ্চক্ষমতার কার্বনভিত্তিক উপাদানে পরিণত করা যায়, যা বর্তমান সমাজে পরিবেশবান্ধব শক্তি সমস্যার সমাধান করতে সক্ষম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *