ঢাকা : নারীকে শ্লীলতাহানির দায়ে যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২।
এর আগে শিরিনা আক্তার শীলা নামে এক নারী বাদী হয়ে বুধবার ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলাটি দায়ের করেন। এতে ৫ আসামি হলেন যাত্রাবাড়ী থানার ওসি (পরিদর্শক) অবনী শঙ্কর, উপ-পরিদর্শক (এসআই) জসিম, এসআই জামান, কনস্টেবল দেবাশীষ ও মুগদা থানার এসআই আবদুল কাদের।
গত ৩ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানার উত্তর কুতুবখালির একটি বাসায় ওই নারীকে শ্লীলতাহানির চেষ্টা করেন যাত্রাবাড়ী থানার ওসি অবনী শঙ্কর। এ সময় তার সঙ্গে আরো ৪ পুলিশ সদস্য জড়িত ছিলেন বলেও অভিযোগে বলা হয়। বাদীর আইনজীবী শহীদুল হক মামলা দায়েরের বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন।
শহীদুল হক জানান, ট্রাইব্যুনালের বিচারক বাদীর আংশিক জবানবন্দি গ্রহণ করেছেন। তবে আদালতে এখনো এই মামলাটি রেকর্ডভুক্ত হয়নি।
তিনি বলেন, ‘আগামীকাল (২১ জানুয়ারি) বাদীর বাকি জবানবন্দি গ্রহণ করে মামলা গ্রহণের বিষয়ে আদেশ দেবেন আদালত।’
এদিকে মামলা দায়েরের খবর পেয়ে ট্রাইব্যুনালে ছুটে আসেন যাত্রাবাড়ী থানার ওসি অবনী শঙ্কর। বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা তাকে স্টেনোগ্রাফারের রুমে বসে থাকতে দেখেন। অবশ্য সাংবাদিকদের দেখে দ্রুতই ট্রাইব্যুনাল থেকে সরে পড়েন ওই ওসি।