গ্রাম বাংলা ডেস্ক: মুন্সীগঞ্জের মাওয়া ঘাটের কাছে পদ্মা নদীতে ডুবে যাওয়া লঞ্চ ‘পিনাক-৬’ এর উদ্ধার হওয়া ২৯টি লাশের মধ্যে ১৬টি লাশ তাদের পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ১১টি লাশ মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১১৯ জন।
মাওয়া ঘাটে পুলিশের স্থাপিত সাব-কন্ট্রোলরুমের দেয়া তথ্য অনুযায়ী হস্তান্তর হওয়া ১৬টি লাশের পরিচয় হলো- গাজীপুরের কাপাসিয়া উপজেলার ইব্রাহিম হোসেনের মেয়ে ইশরাত হোসেন মিম (১৩), মাদারীপুরের শিবচরের নূরুল হকের মেয়ে হিরা (২২), জব্বার প্রধানের মেয়ে লাকি (২৫), আলম শেখের স্ত্রী হাসি বেগম (৩৮), নূরুল ইসলাম হাওলাদারের ছেলে মিজানুর (৩৫), ফরিদপুরের নগরকান্দার আব্দুল হাই খলিফার মেয়ে রিতা আক্তার (২৫), ঝালকাঠি জেলার কাঁকড়াদিয়ার লুৎফুর রহমানের ছেলে ফাহাদুল করিম (২৪), ফরিদপুরের নগরকান্দার রিয়াজুল, মানিকনগর গ্রামের মনির উদ্দিনের ছেলে জামাল (২৭), মাদারীপুরের হায়দার চৌকিদারের মেয়ে ইমা (১৮), শিবচরের রহিম মাদবরের মেয়ে ইপা আক্তার (১৪), রহিম মাদবরের দেড় বছরের সন্তান ইব্রাহিম (১ বছর ৭ মাস), বরিশালের বাকেরগঞ্জের শহীদুল ইসলাম জমাদ্দারের ছেলে জাহিদ হোসেন (১৫), হানিফ মাস্টারের ছেলে জাকির হোসেন জুলহাস (৪০), ফরিদপুরের সদরপুরের আজিজ মাদবরের ছেলে আবু ইউসুফ (২২) ও ফরিদপুরের সদরপুর উপজেলার সাতরশি গ্রামের মো. রুবেলের মেয়ে ফাইজা।
মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মিয়া কুতুবুর রহমান জানান, পরিচয় পাওয়ামাত্র লাশ হস্তান্তর করা হচ্ছে।