শারমিন সরকার
শ্রীপুর ব্যুরো চীফ
শ্রীপুর অফিস: “আমার কি অপরাধ, মাছুম বাচ্চাদের নিয়ে আমি কই থাকমু, সন্ত্রাসীরা আমার বাসা ভাঙ্গিয়া দিছে, আপনেরা আমার বাচ্চাগর দিকে চাইয়া আমারে এর বিচার পাইতে সাহায্য করেন,নাইলে নিজেই নিজের জীবন শেষ কইরা দিমু”
শ্রীপুরে কর্মরত একদল সংবাদকর্মী মঙ্গলবার উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের রোকসানা খাতুনের সন্ত্রাসী হামলায় বিধ্বস্ত বাড়ি দেখতে গেলে তিনি কান্নায় ভেঙ্গে পড়ে এই আর্তনাদ করেন। ৪ আগস্ট সোমবার দুপুরে রোকসানার বাড়ীসহ জমিটি জবর দখলের লক্ষে স্থানীয় আলিম উদ্দিনের নেতেৃত্বে ৭/৮ জনের সন্ত্রাসী বাহিনী বরকুল গ্রামে রোকসানা খাতুনের বসত বাড়ি ভাংচুর করে।
মামলা সূত্রে জানা গেছে, রোকসানা খাতুন মাতৃক সূত্রেপ্রাপ্ত ওই জমিতে টিনদিয়ে ঘড় বানিয়ে স্বামী ও দুই শিশু সন্তান নিয়ে দীর্ঘদিন বসবাস করছেন। জমিটি প্রতিবেশী আলিম উদ্দিন, সাফিজ উদ্দিন, মফিজ উদ্দিন, ছফির উদ্দিন ও বাদল মিয়া জবর দখলের পাঁয়তারা করে। এ নিয়ে উভয়ের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে আলিম উদ্দিনর ৭/৮ সন্ত্রসী নিয়ে ওই বাড়িতে হামলা চালিয়ে বসত বাড়ী ভাংচুর করে ঘড়ে থাকা মালামাল লুটে নেয়। প্রতিবাদ জাতে গিয়ে প্রতিপক্ষের দা’য়ের কুপে আহত হয় রোকসানার বড় বোন ছাবিনা। আহতাবস্থায় তাকে শ্রীপুর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে শ্রীপুর থানায় ১২ নং মামলা রুজ্জু করা হয়েছে। বর্তমানে পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে অবস্থান করছেন।