ঢাকা: ধাপে ধাপে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কথা জানিয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, মার্চের শেষ দিকে ইউপি নির্বাচন করতে হবে তাদের। ওই নির্বাচনের জন্য ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণারও ইঙ্গিত মিলেছে তার কথায়।
৩০ ডিসেম্বরের পৌরসভা নির্বাচনের মতো আইন অনুযায়ী এই নির্বাচনেও দলীয়-নির্দলীয় দুই প্রক্রিয়াই থাকছে, অর্থাৎ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীরা লড়বেন দলের প্রতীক নিয়ে আর সদস্যপদের জন্য প্রার্থীরা লড়বেন নির্দলীয় প্রতীকে। সে মোতাবেক বিধিমালা চূড়ান্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন শাহ নেওয়াজ।
মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব জানান তিনি।
মো. শাহনেওয়াজ বলেন, মার্চের শেষ দিকে ইউপি নির্বাচন করতে হবে আমাদের। এ লক্ষ্যে যথাসময়ে তফসিল (ফেব্রুয়ারিতে) দিতে হবে।
ধাপে ধাপে ইউপি নির্বাচন করার কথা উল্লেখ করে তিনি বলেন, আইনের আলোকে নির্বাচন বিধি ও আচরণবিধি চূড়ান্ত করে তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। পর্যায়ক্রমে বাকি ইউপির ভোট করতে হবে।
শাহনেওয়াজ বলেন, সংশোধিত আইনের সঙ্গে সমন্বয় রেখে বিধিমালা সংশোধন করা হচ্ছে। এ সপ্তাহে নির্বাচন বিধি ও আচরণবিধির সংশোধন মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। দলভিত্তিক পৌরসভা নির্বাচন হয়েছে। এবার ইউপিতে বিধিমালা সংশোধন পৌরসভার আদলেই করা হবে।