গাজীপুর ধীরাশ্রম এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঝাল মুড়ি ও মুদির দোকানে ঢুকে যায়। এ ঘটনায় দাদা-নাতিসহ ৪ জনের মৃত্যু হয়। এ ছাড়াও আহত হয়েছে আরো ৮ জন। রবিবার দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দাদা হাসান আলী (৬৫), নাতি জুবায়ের (৮ মাস), মুসলেম (৫০) এবং নার্গিস (৩০)। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাকটি ধিরাশ্রম থেকে গাজিপুরের দিকে যাচ্ছিল। এ সময় ধিরাশ্রম রেলক্রসিং এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ঝালমুড়ি ও মুদির দোকানে ঢুকে গেলে ৪ জনের মৃত্যু হয়। জানা যায়, সেই দোকানে হাসান আলীর আত্মীয়রা উপস্থিত ছিল। তারাও এই ঘটনায় আহত হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যদুপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা।