বৃদ্ধকে বেঁধে মধ্যযুগীয় কায়দায় পেটালেন ইউপি চেয়ারম্যান

Slider টপ নিউজ

ময়মনসিংহ: হালুয়াঘাট উপজেলায় দুলাল মিয়া (৭১) নামে এক বৃদ্ধকে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় পেটানোর অভিযোগ উঠেছে গাজীর ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বিরুদ্ধে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নির্যাতনের শিকার হন তেঁতুলিয়া গ্রামের দুলাল মিয়ার বাড়ি । এ বিষয়ে রাতেই দুলাল মিয়া বাদী হয়ে হালুয়াঘাট থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন।
মামলার তদন্ত কর্মকর্তা হালুয়াঘাট থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, “দুলাল মিয়ার ফসলি জমি থেকে মাটি নিয়ে রাস্তা সংস্কারের কাজ করছিলেন ইউপি চেয়ারম্যান দেলোয়ার। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুলালকে নিজ গাড়িতে উঠিয়ে ইউনিয়ন পরিষদে নিয়ে যান চেয়ারম্যান। গ্রাম পুলিশের সহায়তায় তাকে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন চেয়ারম্যান।
এ বিষয়ে চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘বালিচান্দা গ্রামের রাস্তায় কাজ করতে গেলে মাটি উত্তোলনকে কেন্দ্র করে দুলালের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি সরকারি কাজে বাধা দেন। প্রতিবাদ করলে আমার গায়ে হাত তোলেন।

পরে গ্রাম পুলিশ তাকে ধরে আমার গাড়িতে তুলে ইউনিয়ন পরিষদে নিয়ে রশি দিয়ে বেঁধে রাখে। এরপর ভয় দেখানোর জন্য লাঠি দিয়ে কয়েকটা আঘাত করেছি।’

এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি শাহিনুজ্জামান খান বলেন, দুলাল মিয়াকে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ওই কৃষক স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *