মাওয়ের মূর্তি গুড়িয়ে দিল চীন!

সারাবিশ্ব

 

mao_883213387

 

 

 

 

ঢাকা: চীনা কমিউনিস্ট বিপ্লবের নায়ক মাও সে তুংয়ের ‘মেগা মাও’খ্যাত ৩৬ মিটার উঁচু মূর্তি গুড়িয়ে দিয়েছে চীন।

দেশটির হেনান প্রদেশের তোংসু গ্রামের এই বিশাল মূর্তিটি শুক্রবার (০৮ জানুয়ারি) দিনগত রাতে হঠা‍ৎ করেই গুড়িয়ে দেওয়া হয়।

গত মাসে সরকারি সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’ জানায়, চীনের গ্রামাঞ্চলে কোনো কোনো এলাকায় মাও ভক্তের সংখ্যা ক্রমশ বাড়ছে।

মাও সে তুং গবেষণা কেন্দ্রের ডিন লিউ জিয়ানইউ বলেছেন, চীনের সাধারণ মানুষের কাছে মাও ন্যায়বিচারের প্রতীক। তাই হয়তো তোংসু গ্রামের সাধারণ মানুষ নিজেদের উদ্যোগে মূর্তিটি গড়ে তুলেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়, তোংসু গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি ৩০ লাখ ইউয়ান (৩ কোটি ৫৬ হাজার টাকা) খরচ করে মূর্তিটি নির্মাণ করেন।

স্থানীয় প্রশাসন ও সরকার যদিও মূর্তিটি ভাঙার ব্যাপারে চুপ রয়েছে, তবে স্থানীয় একটি পত্রিকা দাবি করেছে, অনুমতি না নিয়ে এটি গড়ে তোলায়ই সরকার এমন কঠোর পদক্ষেপ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *