কালীগঞ্জে প্রতিবন্ধী শিশু ও যুবগণের অধিকারসমূহ উন্নতিকরণ প্রশিক্ষণ কর্মশালা

Slider গ্রাম বাংলা

Picture 05.01.16

 

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে প্রতিবন্ধী শিশু ও যুবগণের অধিকারসমূহ উন্নীতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘এক্সেস টু হেলথ এ্যান্ড এডুকেশন ফর অল চিলড্রেন এ্যান্ড ইউথ উইথ ডিজএ্যাবিলিটিজ ইন বাংলাদেশ, পক্ষাঘাগ্রস্থদের পূনর্বাসন কেন্দ্র (সিআরপি), বাংলাদেশ এর যৌথ উদ্যোগে’ এবং কানাডা সরকারের আর্থিক সহযোগীতায় কালীগঞ্জ রিসোর্স সেন্টার কার্যালয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, উপজেলা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহাকারী ৪০জন শিক্ষকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন- ওই সংস্থার এডুকেশন কো-অর্ডিনেটর মো. ওয়াহিদ মোরসালিন ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মনির হোসেন। প্রশিক্ষণ শেষে উপজেলা শিক্ষা অফিসার মো. মাহ্বুবুর রহমান প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *