যানজট নিরসনে গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি স্থাপন করা হবে

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

Gazipur_

ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: বাংলাদেশ হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঈদের শেষে মানুষ যাতে নির্বিঘেœ কর্মস্থলে প্রত্যাবর্তন করতে পারে, যাওয়ার চেয়ে আসাটা যাতে নির্বিঘœ হয় সে জন্য আমরা সমন্বিতভাবে নিরাপত্তা পরিকল্পনা নিয়েছি। আমাদের সিনিয়র অফিসাররা মাঠে থেকে সার্বক্ষনিক তদারকি করছেন। যানজট ব্যতিরেকে মানুষ যাতে প্রত্যাবর্তন করতে পারে সে ব্যাপারে আমরা সক্রিয় আছি।
ডিআইজি (অপারেশন) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আমরা একসাথে দায়িত্ব পালন করছি। দায়িত্ব পালনকালে আমাদের পর্যবেক্ষণে এসেছে কিছু কিছু স্থানে যদি ওয়াচ টাওয়ার থাকে তবে অনেক জায়গা দৃশ্যমান হবে, তখন যানজট নিয়ন্ত্রণে কার্যক্রম আরো দৃঢ় হবে। আমরাও সুদৃঢ়ভাবে দায়িত্ব পালন করতে পারব। রাত্রিবেলা যাতে পর্যবেক্ষণ করতে পারে  এর জন্য নাইট ভিশন বাইনোকুলার দেয়া হবে। গুরুত্বপূর্ণ স্থানে পয়েন্টে গুলোতে সিসি টিভি স্থাপনের পরিকল্পনা নিচ্ছি। আশা করছি, আগামী কোরবানীর ঈদে আগে এ গুলো করতে পারব।
শনিবার বিকেলে তারা গাজীপুরের চান্দনা চৌরাস্তায় যানজট ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো শফিকুল ইসলাম, জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামানসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *