শারমিন সরকার
শ্রীপুর ব্যুরো চীফ
গ্রাম বাংলা নিউজ২৪.কম
শ্রীপুর অফিস : কাপাসিয়ায় টহল পুলিশের তল্লাশীতে অস্ত্র সহ আটক হয়েছেন একাধিক মামলার এক আসামী। শ্রীপুরে সংঘটিত হয়েছে দুটি বাড়িতে ডাকাতি। সদর থানায় আটক হয়েছেন সন্দেহভাজন ৩ব্যাক্তি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাপাসিয়া বাজারের ডাকবাংলা মোড় এলাকা থেকে শনিবার ভোর রাতে পিস্তল গুলিসহ এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। আটকৃতের নাম নাজমুল আহসান ওরফে দেলু বেপারী (৪২)। তার পিতার নাম গিয়াস উদ্দিন। বাড়ি শ্রীপুর উপজেলার নারায়নপুর গ্রামে। শীতলক্ষা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন সংক্রান্তএকাধিক মামলার আসামী।
পুলিশ তার নিকট থেকে ১টি বিদেশী পিস্তল, ১১ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে।
কাপাসিয়া থানার ডিউটি অফিসার সহকারী উপ পরিদর্শক(এ এস আই) শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে গতরাতে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের গোসিংগা গ্রামে জনৈক মামবুব হোসেন ও আতাউর রহমান নামে দুই ব্যাক্তির বাড়িতে ডাকাতি হয়েছে। ঘররের দরজা ভেঙ্গে ডাকাতরা নগত টাকা ও মালামাল নিয়ে যায়।
এছাড়া গাজীপুর সদর থানার হোতপাড়া ফাড়ি পুলিশ স্থানীয় রৌদ্রপুর গ্রাম থেকে আবুল কাশেম, কামরুল ইসলাম ও আক্তার হোসেন নামে তিন জনকে আটক করেছে। তাদের দখল থেকে অপহরনের অভিযোগে আটক এক ভিকটিমও রয়েছেন। আবুল কাশেমের বাড়ি সিলেট ও অপর দুই জন শ্রীপুর উপজেলার রৌদ্রপুর গ্রামের বাসিন্দা।
হোতপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) হারুনর রশিদ ওই তিন ব্যাক্তি আটকের কথা স্বীকার করেছেন।