কাগজের মত ভাঁজ করা যাবে মনিটর

Slider তথ্যপ্রযুক্তি

 

2016_01_04_17_49_30_EEaYi52HyI5WDStEToUL0KVPAxpu2r_original

 

 

 

 

কোরিয়ার স্বনামধন্য প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান এলজি ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে কাগজের মতো পাতলা এবং ভাঁজ করা যায় এমন ওএলইডি ডিসপ্লে প্রদর্শন করেছে।  এর আগে প্রতিষ্ঠানটি ২০১৪ সালে ১৮ ইঞ্চির ভাঁজ করা যায় এমন ডিসপ্লে প্রদর্শন করেছিল। ৩ সেন্টিমিন্টার পুরুত্ব ছিল ডিসপ্লেটির। রেজুলেশন ছিল ১২০০x ৮১০ পিক্সেল।

এবার এলজি ৫৫ ইঞ্চির এমন একটি ডিসপ্লে উৎপাদন করার পরিকল্পনা করছে যা উভয় দিক দিয়েই চিত্র প্রদর্শন করতে পারবে। প্রতিষ্ঠানটি স্বয়ংচালিত ২৫ ইঞ্চির ‘ওয়াটারফল’ বাঁকানো এলসিডিও ডিসপ্লেও বানানোর চেষ্টা করছে।

এলজি জানিয়েছে, তারা আরও একটি ডিসপ্লে উৎপাদনের চেষ্টা চলছে যেটির সাইজ হবে ১০.৩ ইঞ্চি। যা আপনার হাতে পড়া গ্লাভসের ওপরেও কাজ করবে।

যদিও এর আগে এলজি এবং স্যামসাং যৌথভাবে অ্যাপলের আইফোনের জন্য অর্গানিক এলইডি বা (ওএলইডি) তৈরি করে দিয়েছে।

জাপানের নিক্কেই পত্রিকা একটি প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপল ২০১৮ সাল থেকে তাদের উৎপাদিত আইফোনগুলোতে ওএলইডি ডিসপ্লে ব্যবহার করবে।

এলজি এবং স্যামসাং প্রতিষ্ঠান অ্যাপল প্রতিষ্ঠানের সাথে ওএলইডি ডিসপ্লে বানানোর জন্য ১২.৮ বিলিয়ন ডলারের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

আগামী দুই থেকে তিন বছরের মধ্যে প্রতিষ্ঠানগুলো বাণিজ্যিকভাবে ওএলইডি ডিসপ্লে উৎপাদনের ক্ষেত্র সৃষ্টি করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *