স্বামীকে নিয়ে জনসম্মুখে শাবনূর

বিনোদন ও মিডিয়া

 

2016_01_02_17_38_53_A9yXGRR8nh2dWQhlsOlpULaYcnPIKb_original

 

 

 

 

ঢাকা: প্রায় পাঁচ বছর আগে অস্ট্রেলিয়া প্রবাসী ব্যবসায়ী অনীক মাহমুদকে বিয়ে করেছেন তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। এক সন্তানের বাবা-মাও হয়েছেন তারা। কিন্তু তাদেরকে দেশে কোন অনুষ্ঠানে-উৎসবে একসঙ্গে দেখা যায়নি। এমনকি দুজনের ফটোগ্রাফও কোন মিডিয়ায় প্রকাশ হয়। এবারই প্রথমবারের মতো সব ভেদ করে স্বামীকে নিয়ে জনসম্মুখে এলেন শাবনূর। পরিচয় করিয়ে দিলেন মিডিয়ার সামনে। গত শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমির উন্মুক্ত মঞ্চে আয়োজিত ‘মান্না উৎসব ২০১৬’ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

 

উল্লেখ্য, ২০১১ সালের ৬ ডিসেম্বর বিয়ে করেন তার। বিয়ের পরপরই অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন শাবনূর। মাঝে মধ্যে দেশে ফিরে টুকটাক কিছু কাজ করে ফের অস্ট্রেলিয়ায় ফিরে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *