সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়ক থেকে ১৫০ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস আটক করেছে হাইওয়ে পুলিশ।
শুক্রবার (০১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ঢাকা থেকে বগুড়াগামী মাইক্রোবাসটি হাটিকুমরুল গোলচত্বর পার হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে পিছু নেয় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় মাইক্রোবাস ফেলে এর চালক ও আরোহী পালিয়ে যায়।
পরে ১৫০ কেজি গাঁজাসহ ওই মাইক্রোবাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি