প্রেস বিজ্ঞপ্তি: প্রেসিডেন্সি স্কুল,গাজীপুর ২০১৫ সেশনে পিএস সি ও জেএসসি পরিক্ষায় এচঅ ৫ অ+ সহ ১০০% ভাগ পাশ করেছে। এর মধ্যে পিএসসি পরিক্ষায় অংশ গ্রহন করেছে ১০ জন এর মধ্যে ৬ জন জিপিএ ফাইভ পেয়েছে বাকীরা (অ) জিপিএ ফোর পেয়েছে।
জেএসসি পরিক্ষায় অংশ গ্রহন করেছে ১৬ জন এর মধ্যে ১৩ পেয়েছে অ , তিনজন পেয়েছে অ- , প্রেসিডেন্সি স্কুল প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। এ সাফলে গাজীপুর বাসীর কাছে আমরা কৃতজ্ঞ আমরা সবার কাছে দোয়া চাই।
বার্তাপ্রেরক
ডা. বোরহান উদ্দিন অরণ্য
হেড অব একাডেমি