চলছে গননা: কিছু সম্পূর্ন ফলাফল

Slider জাতীয়
vote-counting_183048
বুধবার একযোগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩৪টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হয়। ভোট শেষে শুরু হয় গণনা।
ভোট গণনা শেষে এখন পর্যন্ত ২৭টি পৌরসভায় বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, ২২টি পৌরসভাতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা। চারটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং একটিতে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর—
রাউজান (চট্টগ্রাম): উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কুল প্রদীপ চাকমা ফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী দেবাশীষ পালিত নৌকা প্রতীকে ২৮ হাজার ১৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কাজী আব্দুল্লাহ আল হাসান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ১২০ ভোট। স্বতন্ত্র মেয়র প্রার্থী মীর মনসুর আলম পেয়েছেন ৮১৫ ভোট। নির্বাচন থেকে সরে যাওয়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী রানা জগ প্রতীকে পেয়েছেন ৭৪ ভোট।
সন্দ্বীপ (চট্টগ্রাম): জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম সন্ধ্যা ৬টায় চূড়ান্ত ফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী মো. জাফর উল্লাহ টিটু নৌকা প্রতীকে ২০ হাজার ৮৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী আজমত আলী বাহাদুর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৫৭ ভোট।
মীরসরাই (চট্টগ্রাম): রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল হোসেন ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী মো. গিয়াস উদ্দিন নৌকা প্রতীকে ৭ হাজার ২৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম পারভেজ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৭৫ ভোট।
সাতকানিয়া (চট্টগ্রাম): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী মোহাম্মদ জোবায়ের নৌকা প্রতীকে ১৯ হাজার ২৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী রফিকুল আলম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৯০ ভোট।
সীতাকুণ্ড (চট্টগ্রাম): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ভূইয়া ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী বদিউল আলম নৌকা প্রতীকে ১৪ হাজার ৮২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী আবুল মনসুর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯৪২ ভোট।
বারইয়ারহাট (চট্টগ্রাম): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা জিয়া আহমেদ সুমন ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. নিজাম উদ্দিন নৌকা প্রতীকে ৫ হাজার ৩৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী মাঈনুদ্দিন লিটন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৩৮ ভোট।
চন্দনাইশ (চট্টগ্রাম): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা সনজিদা শারমিন ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. মাহবুবুল আলম নৌকা প্রতীকে ১১ হাজার ৫২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির প্রার্থী আইয়ুব কুতুব পেয়েছেন ২ হাজার ৭৭০ ভোট।
রায়পুর (লক্ষ্মীপুর): জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. ইসমাইল খোকন নৌকা প্রতীকে ১৩ হাজার ৮৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী এ বি এম জিলানী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৯০ ভোট।
খোকসা (কুষ্টিয়া): উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রেবেকা খান সন্ধ্যা সাড়ে ৬টায় খোকসা পৌরসভা নির্বাচনের ফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী প্রভাষক মো. তরিকুল ইসলাম নৌকা প্রতীকে ৫ হাজার ৭১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী রাজু আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৬৭ ভোট।
কুমারখালী (কুষ্টিয়া): উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা নওয়াবুল ইসলাম ঘোষিত কুমারখালী পৌরসভা নির্বাচনের চূড়ান্ত ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী মো. সামছুজ্জামান অরুন নৌকা প্রতীকে ৮ হাজার ৪২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী তরিকুল ইসলাম লিখন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬২৪ ভোট।
চালনা (খুলনা): রিটার্নিং কর্মকর্তা মৃণাল কান্তি দে চালনা পৌরসভার নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছেন। ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী সনত কুমার বিশ্বাস নৌকা প্রতীকে ৪ হাজার ৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অচিন্ত কুমার পেয়েছেন ২ হাজার ৫১৯ ভোট। বিএনপির প্রার্থী শেখ আব্দুল মান্নান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৮ ভোট।
পাইকগাছা (খুলনা): রিটার্নিং কর্মকর্তা মো. হাজিফুর রহমান ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী সেলিম জাহাঙ্গীর নৌকা প্রতীকে ৬ হাজার ৩৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী জি এম আব্দুর সাত্তার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬০৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী অাব্দুল মজিদ পেয়েছেন ৫৯৪ ভোট।
গাংনী (মেহেরপুর): রিটার্নিং কর্মকর্তা মো. রোকনুজ্জামান ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থীবিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আশরাফুল ইসলাম ভেন্ডার৭ হাজার ৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আহম্মেদ আলী নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১১৬ ভোট। বিএনপির প্রার্থী ইনসারুল হক ইনসু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৯৫ ভোট।
বসুরহাট (নোয়াখালী): রিটার্নিং কর্মকর্তা ইসমাইল হোসেন ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী আবদুল কাদের নৌকা প্রতীকে ৯ হাজার ৪২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৫৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী মোশাররফ পেয়েছেন ১ হাজার ১২১ ভোট।
ধুনট (বগুড়া): রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমান ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী (স্বতন্ত্র) এজিএম বাদশা জগ প্রতীকে ৪ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী আলিম উদ্দিন হারুন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৬২ ভোট।
পাটগ্রাম (লালমনিরহাট): রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী শমসের আলী নৌকা প্রতীকে ৭ হাজার ১৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী মোস্তফা সালাউজ্জামান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১২৪ ভোট। এই পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র প্রার্থী ওয়াজেদুল ইসলাম সোহেল পেয়েছেন ৩ হাজার ৮৯৪ ভোট।
বদরগঞ্জ (রংপুর): রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী উত্তম কুমার সাহা নৌকা প্রতীকে ৬ হাজার ৯৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৯৫ ভোট।
হাকিমপুর (দিনাজপুর): রিটার্নিং কর্মকর্তা মো. আজহারুল ইসলাম ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী জামিল হোসেন চলন্ত নৌকা প্রতীকে ৮ হাজার ৯৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন শিল্পী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৫২ ভোট।
নান্দাইল (ময়মনসিংহ): রিটার্নিং কর্মকর্তা মো. শাহানুর আলম ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী রফিক উদ্দিন ভূঁইয়া নৌকা প্রতীকে ৯ হাজার ২৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আজিজুল ইসলাম বিপুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ২৩৬ ভোট।
ত্রিশাল (ময়মনসিংহ): রিটার্নিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র প্রার্থী এবিএম আনিসুজ্জামান ৭ হাজার ১১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৮২ ভোট। এই পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী মো. জাহিদুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১৭৯ ভোট।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): রিটার্নিং কর্মকর্তা রাজিব কুমার সরকার ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র প্রার্থী আব্দুস সাত্তার কমান্ডার ৭ হাজার ২১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৬৩৬ ভোট। এই পৌরসভায় বিএনপির প্রার্থী ফিরোজ আহমেদ বুলু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৮২ ভোট।
গফরগাঁও (ময়মনসিংহ): রিটার্নিং কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুণ্ডু ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী ইকবাল হোসেন সুমন নৌকা প্রতীকে ১২ হাজার ৭১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাহ আব্দুল্লাহ আল মামুন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৮৯ ভোট।
ধনবাড়ী (টাঙ্গাইল): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিমি ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী খন্দকার মনজরুল ইসলাম তপন নৌকা প্রতীকে ১১ হাজার ৩৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এস এম এ সোবহান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৬৩ ভোট।
মধুপুর (টাঙ্গাইল): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মাসুদ পারভেজ নৌকা প্রতীকে ২২ হাজার ২৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৫৩ ভোট।
জকিগঞ্জ (সিলেট): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বিরুল ইসলাম ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. খলিল উদ্দিন নৌকা প্রতীকে ১ হাজার ৫৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিফজুর রহমান পেয়েছেন ১ হাজার ৩৭১ ভোট। এই পৌরসভায় বিএনপির প্রার্থী বদরুল হক বাদল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩ ভোট।
নবীগঞ্জ (হবিগঞ্জ): জেলা নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী ঘোষিত ফল অনুযায়ী, বিএনপির মেয়র প্রার্থী সাব্বির আহমেদ চৌধুরী ধানের শীষ প্রতীকে ৫ হাজার ৬২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. তোফাজ্জল ইসলাম চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৭৩ ভোট।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ): রিটার্নিং কর্মকর্তা মাসুদ রানা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী এসএম নজরুল ইসলাম নৌকা প্রতীকে ১৬ হাজার ৮০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম বেলাল হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮ হাজার ১৩৭ ভোট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *