ধুনটে ১৫টি মোটরসাইকেল আটক

Slider জাতীয়

images

 

 

 

 

 

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট পৌরসভায় বিশেষ অভিযান চালিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৫টি মোটরসাইকেল আটক করেছে রিটার্নিং অফিসার।

পৌর নির্বাচনের আগের দিন মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার হাফিজুর রহমান। এসময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশ ও দু’জন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা অমান্য করে পৌর এলাকায় মোটরসাইকেল চলাচল করছিল। বিষয়টি আমলে নিয়ে ধুনট পৌর এলাকার জিরো পয়েন্ট, হাসপাতাল মোড়, বাইপাস মোড়, সরকারপাড়া, জিঞ্জিরতলা ও পৌর ভবন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১৫টি মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। ভোটের পরের দিন কাগজপত্র যাচাই-বাছাই করে মালিকদের কাছে মোটরসাইকেল হস্তান্তর করা হবে।

তবে যারা মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *