নোয়াখালী, ভোলা ও না’গঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

57989_Road Accident

নোয়াখালী : জেলার সোনাইমুড়ি উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে সাতজন নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
সোনাইমুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ঈদে ঘরমুখী যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে বলাকা এক্সপ্রেসের একটি বাস ল²ীপুরের রামগঞ্জে যাচ্ছিল। পথে ভোর পৌনে ৪টার দিকে সোনইামুড়ি উপজেলার জয়াগ বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে আরো ২৫ যাত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
স্থানীয় সূত্র জানায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসার জন্য নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ভোলা : আজ মঙ্গলবার ভোরে চরফ্যাশন সড়কে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় চারজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ভোলাগামী ভোলা ট্রান্সপোর্ট নামের একটি যাত্রীবাহী বাস কর্তারহাট এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। বাসটি খাদে পড়ে চারজন নিহত হন।
নারায়াণগঞ্জ : ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের সিদ্ধিরগঞ্জের জালপুরি এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুমন, পিন্টু, সালাম ও আবদুল্লাহ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, সকাল সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে ছয় জন যাত্রী একটি প্রাইভেট কার নারায়ণগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। এসময় ওই এলাকার  জালপুরি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তা রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও দুই জন আহত হন।
আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *