বিয়ানীবাজারে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ২৫

Slider জাতীয়
beanibazar_181320
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বিয়ানীবাজার-সিলেট সড়কের শেওলা সেতুর উপকণ্ঠে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আবদুল হাফিজ নামের (৪০) একজন মারা যান। তার বাড়ি উপজেলার মাথিউরা ইউনিয়নের সুতারকান্দি গ্রামে।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে  পাঠানো হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবের আহমদ দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। দুর্ঘটনার পরই বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘দ্রুতযান’ নামে যাহীবাহী ওই বাসটি বিয়ানীবাজার পৌরশহরের উত্তরবাজার বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসে। শেওলা সেতুর উপকণ্ঠ মেওয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আবদুল হাফিজের মৃত্যু হয়।
খবর পেয়ে দমকলবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ছইফ আলম, ওয়াহাব আলী ও আবদুন নূর নামের তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *