৮ হাজার ৮ টাকায় ল্যাপটপ

তথ্যপ্রযুক্তি

2015_12_18_17_44_41_745WZvltijcxjTeCqcwTQx92fhYiGd_original

 

 

 

 

ঢাকা: অনেকেই প্রোগ্রামিংয়ে হাতে খড়ি দিতে চান। কিন্তু কম্পিউটারের অভাবে কাজটা হয়ে উঠছে। ভারতের বাজারে এলো সাশ্রয়ী দামের একটি ল্যাপটপ। এটির মডেল বিদ্যুৎ এক্সপ্রেস। যেটি কোডিংয়ের জন্য বানানো হয়েছে। এটির দাম মাত্র ৭ হাজার ৫০০ রুপি। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ৮ হাজার ৮২৮ টাকা।

লিনাক্স অপারেটিং সিস্টেম চালিত এই ল্যাপটপটিতে রয়েছে ১০ ইঞ্চির ডিসপ্লে। এতে এআরএম ভি৭ প্রসেসর রয়েছে। র‌্যাম আছে ১ জিবি। ৮ জিবি হার্ডডিস্ক সম্বলিত এই ল্যাপটপটির ওজন মাত্র ১ কেজি।

বিদ্যুৎ এক্সপ্রেস ল্যাপটপটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।

এটিতে আছে লেজিটিমেট কিবোর্ড এবং ফাংশননাল ট্র্যাকপ্যাড।

এই ল্যাপটপটি জাভাসহ বেশ কয়েকটি কোডিং ল্যাঙ্গুয়েজ সমর্থন করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *