স্পেন প্রধানমন্ত্রীর মাথায় ঘুষি, তরুণের জেল

Slider সারাবিশ্ব

2015_12_18_16_36_06_yTioLjpESiuhCcTTZV2YSNnE2pQPmR_128xauto

 

 

নিজ এলাকায় প্রচারণার সময় প্রধানমন্ত্রীর মাথায় ঘুষি মারার অপরাধে স্পেনে এক তরুণকে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, গত বুধবার সন্ধ্যায় একটি প্রচারণা সভায় প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের মুখে সজোরে ঘুষি মারে এক তরুণ। উত্তরাঞ্চলের ওই শহরেই বড় হয়েছেন তিনি।

প্রথমে ওই তরুণ শনাক্ত করা যায়নি। স্প্যানিশ গণমাধ্যমগুলো তখন জানিয়েছিল, ওই তরুণের বয়স ১৭ বছরের মতো। গালিসিয়া অঞ্চলের পন্দেভেদ্রা শহরে ওই প্রচারণার সময় তরুণটি প্রধানমন্ত্রীর পাশেই ছিল। প্রধানমন্ত্রী যখন সাধারণ মানুষের সাথে কথা বলতে ব্যস্ত ওই সুযোগ তার বামপাশে থাকা তরুণটি তার মাথায় সঝোরে ঘুষি মারে।

পরে ঘটনাটি স্পেনের টিভিতে দেখানো হয়। কিন্তু এতো নিরাপত্তা প্রহরীর মধ্যে ওই তরুণ কীভাবে প্রধানমন্ত্রীর কাছকাছি গেল এ নিয়ে প্রশ্ন উঠছে।

অবশ্য সাথে সাথে তাকে ধরে ফেলে নিরাপত্তা রক্ষীরা। ওই সময় তরুণটি হাস্যজ্জ্বল মুখে ভি চিহ্ন দেখায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *