বঙ্গভবনের গেট থেকে ফিরিয়ে দেয়া হলো সৈয়দ ইবরাহিমকে  

Slider টপ নিউজ

106478_b4

বিজয় দিবস উপলক্ষে প্রেসিডেন্টের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে বঙ্গভবনে আমন্ত্রণ পেয়েও প্রবেশ করতে পারেননি কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। গতকাল বিকালে বঙ্গভবনের গেট থেকে তাকে ফিরিয়ে দিয়েছে নিরাপত্তা কর্মীরা। এ বিষয়ে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম মানবজমিনকে বলেন, ১৯৮০ সাল থেকে বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও দুই ঈদে আমি বঙ্গভবনের আমন্ত্রণ পাই। এবারও আমন্ত্রণ পেয়ে বঙ্গভবনের প্রধান ফটকে গেলে আমাকে উত্তর গেট দিয়ে যেতে বলা হয়। সেখানে গেলে কর্তব্যরত একজন বলেন, আমার গাড়ির স্টিকার মেইন গেটের। আবার মেইন গেটে আসলে এবার একজন পুলিশ কর্মকর্তা বলেন, তাদের কিছু ব্যক্তির তালিকা দেয়া হয়েছে, যারা বঙ্গভবনে যেতে পারবেন না। এতে আপনার নাম এক নম্বরে। সৈয়দ ইবরাহিম বলেন, আমার তিনটি পরিচয় আছে। প্রথমত, আমি একজন মুক্তিযুদ্ধের বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। দ্বিতীয়ত, একজন অবসরপ্রাপ্ত মেজর  জেনারেল। তৃতীয়ত, আমি একটি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান। জানি না, আমার এই তিন পরিচয় বা বৈশিষ্ট্যের কোনটিকে আক্রমণ করতে গিয়ে তারা কোনটিকে অপমান করলো। তিনি আরও বলেন, আমাকে দাওয়াত না দিলে তো আমি আসতাম না। দাওয়াত দিয়ে এভাবে অপমান করা শোভনীয় নয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন- ‘একজন বীরপ্রতীক-এর জন্য বিজয় দিবসের উপহার। বিজয় দিবসে একজন বীরপ্রতীককে অপমান করা কি জরুরি?’ এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রেসিডেন্টের প্রেস সচিব জয়নাল আবেদিন মানবজমিনকে বলেন, প্রটোকলের কে উনাকে ফিরিয়ে দিয়েছেন তা আমার জানা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *